তার পুনর্নিয়োগ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে তাকে পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন একদল আইনজীবী।
Published : 04 Sep 2024, 07:29 PM
পুনর্নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী অবশেষে পদত্যাগ করেছেন।
তার পুনর্নিয়োগ নিয়ে তীব্র আপত্তি জানিয়ে তাকে পদ থেকে অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন একদল আইনজীবী।
বুধবার বিকালে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক কর্মকর্তা তথ্য দিয়েছেন।
নাম প্রকাশে অনাগ্রহী ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে। অ্যাটর্নি জেনারেল সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিতে বলেছেন। কাল (বৃহস্পতিবার) সকালে পাঠানো হবে।”
সুপ্রিম কোর্টের আইনজীবী সুজিত চ্যাটার্জি আওয়ামী লীগ সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশিরভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তবে তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন।
এ অবস্থায় গত ২৮ অগাস্ট আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার। সুজিত চ্যাটার্জি বাপ্পীও নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জিসহ বেশ কয়েকজন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন আওয়ামী লীগবিরোধী আইনজীবীরা।
এই কয়েকজনকে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করে আসছিলেন আন্দোলনকারীরা।
সুজিত চ্যাটার্জি বাপ্পী মাদারীপুর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।