ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই হাসপাতালের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
Published : 17 May 2024, 12:36 PM
রাজধানীর সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের একটি ভবন ভাঙার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে।
এসময় আতঙ্কে অনেক রোগী ও তাদের স্বজনরা হুড়োহুড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। তবে হাসপাতালের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তা ছড়াতে পারেনি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
একজন রোগীর স্বজন নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পাশে একটি ভবন ভাঙার সময় আগুন ধরে যায়। এ সময় ধোয়া ছড়িয়ে পড়ে হাসপাতাল ভবনের ভেতরেও।
“তখন অনেকেই তাড়াহুড়ো করে রোগীদের নামিয়ে আনেন।”
হাসপাতালের একজন কর্মী বলেন, যে ভবনটি ভাঙ্গা হচ্ছে সেটিও মনোয়ারা হাসপাতালের।
“সেখানে রড কাটার সময় আগুনের ফুলকি পাশে রাখা চটের উপর পড়লে আগুন ধরে যায়। পরে হাসপাতালের কর্মীরা ছোটাছুটি করে আগুন নিয়ন্ত্রণে আনেন, এর মধ্যে ফায়ার সার্ভিস চলে আসে।”