হাছান মাহমুদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের জাতীয় শিশু দিবসটিকে ফিলিস্তিনের গাজায় নিহত হাজার শিশুর স্মৃতির প্রতি উৎসর্গ করতে চাই।”
Published : 17 Mar 2024, 07:54 PM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতিষ্ঠিত শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় শিশু দিবস উদযাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বর্ণিল আয়োজনে স্কুলটির শিক্ষার্থীদের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সন্তানরাও অংশ নেয়।
বেলা আড়াইটার দিকে একাডেমির মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার মধ্য দিয়ে শিশু দিবস উদযাপন আয়োজনের সূচনা হয়। এ সময় ফুটবল-ক্রিকেট খেলার পাশাপাশি চাকতি ও ডার্ট নিক্ষেপ খেলায় অংশ নেন।
পরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে নাচ, গান, আবৃত্তি ও প্রেজেন্টেশনের মাধ্যমে জাতির পিতার জীবনের নানা দিক তুলে ধরে শিক্ষার্থীরা।
১৯৬৬ সালের ৭ জুন ৬ দফা আন্দোলনে নেমে শহীদ হন তেজগাঁওয়ের শ্রমিক নেতা মনু মিঞা। দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে শহীদ শ্রমিক নেতার নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে স্কুলটি জাতীয়করণ করে সরকার।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্কুলের শিক্ষার্থীদের দেয়ালিকার পাশাপাশি দুই শিক্ষার্থীর আঁকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার চিত্রকর্ম তুলে দেওয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা ও শিক্ষার্থীদের হাতে থেকে এসব স্মারক গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
সাংস্কৃতিক আয়োজনের শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পাঁচ হাজার বছর আগে উন্মেষ ঘটা বাঙালি জাতি কখনো স্বাধীন ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবের অবিস্মরণীয় নেতৃত্বে জাতি স্বাধীনতা অর্জন করেছে। সেজন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।”
এ সময় ইসরয়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় নিহত হাজার হাজার শিশুর কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের জাতীয় শিশু দিবসটিকে ফিলিস্তিনের গাজায় নিহত হাজার শিশুর স্মৃতির প্রতি উৎসর্গ করতে চাই। গত অক্টোবর থেকে সেখানে ৩২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, যাদের বেশিরভাগই শিশু-কিশোর।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফী বিনতে শামস বক্তব্য দেন।