বদলি হওয়াদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, মহানগর হাকিম ও সহকারী জজ ১১৪ জন।
Published : 08 Sep 2024, 09:17 PM
জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, জ্যেষ্ঠ সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৮১ জন বিচারকের কর্মস্থল বদলে দেওয়া হয়েছে একযোগে।
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলি হওয়া বিচারকদের মধ্যে জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, মহানগর হাকিম ও সহকারী জজ ১১৪ জন, জেলা ও দায়রা জজ ১৪ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪৭ জন ও যুগ্ম জেলা ও দায়রা জজ ৬ জন।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
১১৪ জন জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, মহানগর হাকিম ও সহকারী জজকে আগামী ১২ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্ব ভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ জন জেলা ও দায়রা জজের মধ্যে ১২ জনকে আগামী ১২ সেপ্টেম্বর এবং ২ জনকে আগামী ১৭ সেপ্টেম্বর বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
৪৭ অতিরিক্ত জেলা ও দায়রা জজকে ১২ সেপ্টেম্বর এবং ৬ যুগ্ম জেলা জজকে ১০ সেপ্টেম্বর বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়।