“সিদ্ধান্ত হয়েছে, উত্তর দিকে সরিয়ে উপযুক্ত জায়গায় থানা স্থানান্তর করা হবে,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।
Published : 28 Nov 2024, 08:22 PM
শাহবাগ থানার বর্তমান অবস্থান কয়েকশ গজ উত্তরে সাকুরা বারের জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
এর বদলে বর্তমান অবস্থানের কাছাকাছি আরেকটু জায়গা নিয়ে থানাটি আধুনিকায়ন করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভা শেষে তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্বাধীনতা স্তম্ভ নির্মাণ চলছে। এর একটা অংশ ছিল শাহবাগ থানা স্থানান্তর। সিদ্ধান্ত হয়েছে, উত্তর দিকে সরিয়ে উপযুক্ত জায়গা নিয়ে সেখানে থানা স্থানান্তর হবে।”
শাহবাগ থানার বর্তমান জায়গাটাকে অস্বাস্থ্যকর মন্তব্য করে তিনি বলেন, “অনেক পুরনো জব্দকৃত গাড়ি সেখানে ডাম্প করা হয়। নান্দনিক অবস্থা খুবই খারাপ। সেজন্য সরিযে নেওয়া হবে। ফলে এখন যে ফুলের মার্কেট রয়েছে, সেটাও পুনর্বিন্যাস করা হবে।”
শাহবাগ থানাকে সাকুরা বারের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে গত ৩ জুন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল। তবে আগের সরকারই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বলে জানান সচিব আব্দুর রশিদ।
তিনি বলেন, “শাহবাগ থানাকে সাকুরার কাছে নিয়ে যাওয়ার যে আলোচনা হয়েছিল, সেটা খুব একটা উপযোগী হবে বলে মনে হয়নি। সেখানে বাংলাদেশের বিখ্যাত হোটেলগুলোর একটি রয়েছে। ওই জায়গার মালিকরা এটা দিতে অসম্মতি দিয়েছে। সেজন্য থানাটা একটু খানি রিলোকেট করা হবে, কিন্তু সেখানেই থাকবে।”
মন্ত্রিপরিষদের বৈঠকে ওয়াশিংটনে কয়েক সপ্তাহ আগে বিশ্বব্যাংক গ্রুপ ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়েও আলোচনা হয়েছে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলন নিয়েও আলোচনা হয়েছে।