“সময়টা ক্রিটিক্যাল; এ ধরনের একটা সিদ্ধান্ত সরকার হয়ত ওভাবে নেবে না।”
Published : 04 Mar 2025, 09:26 PM
নির্বাচন কমিশনের মতামত না নিয়ে সরকার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা অন্য কারো হাতে দেবে না বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এ নিয়ে ইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা কাজ করছে। সরকার তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে বলে আমি অন্তত মনে করি না।”
এনআইডিসহ বেশ কিছু সেবা ‘এক জায়গা’ থেকে দেওয়ার সরকারি উদ্যোগের মধ্যে এই প্রতিক্রিয়া জানালেন সিইসি।
জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই লক্ষ্যে ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশের খসড়া তৈরির কাজ চলছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্টদের মতামতও নিচ্ছে।
এ প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, “এটি একটি বড় সিদ্ধান্ত। সরকারকে এ ধরনের বড় সিদ্ধান্ত নিতে হবে।
“তবে মাঠে ভোটার নিবন্ধন চলছে; হাজারো লোক কাজ করছে; সামনে জাতীয় নির্বাচন; এর মধ্যে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত সরকার নেবে বলে আমি অন্তত মনে করি না।”
তিনি বলেন, “মঙ্গলবার ইলেকশন কমিশনার অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে কর্মকর্তা-কর্মচারীরা এসেছিল দেখা করতে।
“তারা এতদিন ধরে কাজ করছেন, এখন এনআইডি সেবা অন্য কারো হাতে চলে যাবে কি না, সে বিষয়ে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে। তাদের বলেছি, এ ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে বলে আমি শুনিনি। এনআইডি অবশ্যই ইসির অধীনে থাকা উচিত।”
সোমবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইসির প্রতিনিধিকে পাঠানো হওয়ার তথ্য দিয়ে সিইসি বলেন, “গতকাল (সোমবার) একটা প্রাথমিক মিটিং হয়েছিল।
“সরকারের মধ্যে চিন্তা রয়েছে সব ধরনের সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা। আমাদের মতামত তুলে ধরেছি। আমি নিশ্চিত, আমার ধারণা, সরকার ইসির সঙ্গে আলোচনা না করে বড় কোনো সিদ্ধান্ত নেবে না।”
সরকার এনআইডি সেবা ইসি থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো খবর ‘সরাসরি শোনেননি’ বলেও মন্তব্য করেন সিইসি।
“আমি শুনেছি, কর্তৃপক্ষের মত করে একটা ‘এনটিটি’ করে ইলেকশন কমিশনের অধীনে (এনআইডি) থাকবে। আমি তো উপদেষ্টা পরিষদে থাকি না, সরাসরি শুনিনি।”
ডিসেম্বর ধরে নির্বাচনের প্রস্তুতি
গণপরিষদ নির্বাচন নয়, বরং জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলার তথ্য দিয়ে সিইসি বলেন, "ডিসেম্বরে ধরেই আমাদের চিন্তা-ভাবনা এখন পর্যন্ত।"
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার দাবি তুলেছে।
এ বিষয়ে সিইসি বলেন, “রাজনৈতিক দল অনেক কথা বলে; আমরা তো রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না। সরকারপ্রধান যেখানে ঘোষণা করেছেন, হয় আগামী ডিসেম্বর, নয়ত আগামী বছরের শুরুতে। আমরা ডিসেম্বর ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি।”