“স্কুল-কলেজ বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সামঞ্জস্য আছে, সেটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নেই।”
Published : 23 Dec 2024, 08:43 AM
এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বদলির সুযোগ দিয়ে নীতিমালা জারি হলেও এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা করতে ‘কিছুটা সময় লাগবে’ বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম।
বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ভিন্ন ভিন্ন ট্রেড ও স্পেশালাইজেশন চালু থাকায়’ কারিগরি শিক্ষকদের বদলির প্রক্রিয়া ‘জটিল’ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এর ঠিক আগের কর্মদিবসে গত বৃহস্পতিবার স্কুল-কলেজে এনটিআরসিএ সুপারিশ পাওয়া শিক্ষকদের বদলির নীতিমালা জারি করা হয়।
দুই নীতিমালাতেই বলা হয়েছে, অক্টোবরে শিক্ষকদের বদলির আবেদন শুরু হবে। শিক্ষকরা কর্মজীবনে দুইবার ও শিক্ষিকারা কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন।
এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে করা এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারিগরি শিক্ষকদের বদলির নীতিমালা করতে কিছুটা সময় লাগবে। স্কুল-কলেজ বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সামঞ্জস্য আছে, সেটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে নেই।
“এক একটি শিক্ষা প্রতিষ্ঠানে এক এক ধরনের ট্রেড ও স্পেশালাইজেশন চালু আছে বিধায় শিক্ষকদের বদলির ব্যবস্থা করা কঠিন হবে। আমরা সচিব মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।”
দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বদলি চালুর দাবি জানিয়ে আসছিলেন। গত ১ অগাস্ট স্কুল-কলেজের শিক্ষকদের ‘পারস্পরিক বদলির’সুযোগ দিয়ে নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত অক্টোবরে শুরু হয়েছিল আবেদনগ্রহণ। কিন্তু শিক্ষকরা ‘সুফল পাবেন না’ বলে অভিযোগ তোলায় সে প্রক্রিয়া স্থগিত করা হয়।
বৃহস্পতিবার ‘শূন্যপদের বিপরীতে’ স্কুল-কলেজের এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা জারির মাধ্যমে ১ অগাস্টের ‘পারস্পরিক বদলির’ নীতিমালাটি বাতিল ঘোষণা করা হয়।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা খসড়া প্রস্তুতের পর গত মার্চ মাসের শেষ দিকে একটি কমিটি হয়েছিল। গত অগাস্টে স্কুল-কলেজের শিক্ষকদের বদলির সুযোগ দিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নীতিমালা জারির পর ওই নীতিমালার আদলে আমরা মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি নীতিমালার খসড়া করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রস্তাব আকারে পাঠিয়েছিলাম। পরে শূন্যপদের বিপরীতে বদলির সুযোগ দিয়ে স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নীতিমালা জারি হলে একই আদলে মাদ্রাসা শিক্ষকদের জন্য খসড়া নীতিমালা করে পাঠানো হয়।”
তবে কারিগরি শিক্ষকদের বদলির বিষয়ে আগেও কোনো নীতিমালার খসড়া করা হয়নি বলে জানান কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম।
এদিকে কারিগরি শিক্ষকদের পক্ষ থেকে বদলির সুযোগ দেওয়ার দাবি জানানো হচ্ছে।
এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক ফোরামের (বাশিফ)’ সভাপতি মো. হাবিবুল্লাহ রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ মাস পরে হলেও স্কুল-কলেজের এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও যেন সে সুযোগ পান।
“কারণ কারিগরি প্রতিষ্ঠানের বহু শিক্ষক নিজ জেলা থেকে দূরে কর্মরত আছেন। তারাও পরিবার পরিজনের থেকে দূরে হতাশাগ্রাস্ত অবস্থায় আছেন, যদিও তাদের নিজ নিজ উপজেলার কারিগরি প্রতিষ্ঠানে বহু পদ শূন্য আছে বলে শোনা যাচ্ছে।”
আরও পড়ুন
স্কুল-কলেজের মতোই এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি, নীতিমালা জারি
এমপিওভুক্ত শিক্ষক বদলির নতুন নীতিমালা, আবেদন প্রতিবছর অক্টোবরে
স্কুল-কলেজের মতোই এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি, নীতিমালা জারি