সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত ৩০ হাজার ৭৮২ হাজি দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেক্স জানিয়েছে, গত ১৩ দিনে ৮৪টি ফ্লাইটে তারা দেশে এসেছেন।
মহামারীর দুই বছর পর এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার জন হজে যান। হজের আনুষ্ঠানিকতা শেষে ১৪ জুলাই তাদের ফিরতি ফ্লাইট শুরু হয়।
এখন পর্যন্ত বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ৫টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
এদিকে হজে যাওয়ার পর থেকে মোট ২৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়; তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং সাতজন নারী। এ ছাড়া আরও কয়েকজন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার রাতে বাংলাদেশ হজ মেডিকেল টিমের একটি প্রতিনিধি দল মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতাল, আল নূর হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা বাংলাদেশি হাজিদের দেখতে যান এবং খোঁজ-খবর নেন।