গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন
Published : 31 Oct 2024, 09:42 PM
স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সচিবালয়ের আর্থিক ও প্রশাসনিক বিষয়গুলো দেখার দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান।
তিনি বলেন, “স্পিকারের আর্থিক এবং প্রশাসনিক কাজ ছিল। কিন্তু পদটি এখন শূন্য, সেই কাজটি এখন কে করবেন, সেই ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে। সংসদ সচিবালয়ের আর্থিক এবং প্রশাসনিক কাজটি এখন থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখবেন।''
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শানের অবসান ঘটে। পরদিন সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রায় এক মাস পর গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে বঙ্গভবনের তরফ থেকে জানানো হয়।
মেয়েদের ফুটবল দলকে অভিনন্দন
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রেস সচিব।উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও এ সময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকে মেয়েদের ফুটবল দলকে অভিনন্দন জানানো হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, “মেয়েদের দলের যারা গোল করেছেন, তাদের নাম বলা হল। চাকমা দুই মেয়ে, যারা হিরো ছিলেন, সবাই হাততালি দিয়ে উঠেছেন।”
নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচের বেতন বকেয়া থাকার বিষয়ে শফিকুল আলম বলেন, “এ সমস্যাটা বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের আমলের সমস্যা। আমরা খুব দ্রুত এ সমস্যার সমাধান চাচ্ছি, দ্রুতই এ বিষয়ে ঘোষণা পাওয়া যাবে। একই সঙ্গে ছেলে ও মেয়ে দলের বেতনের সমতার বিষয়ে কথা হচ্ছে বিসিবি ও বাফুফের সঙ্গে।”
সব সরকারি গাড়ির হিসাব হবে
সব সরকারি গাড়ির হিসাব হবে জানিয়ে প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেন, ''সরকার প্রচুর গাড়ি কেনে। সরকারের প্রচুর গাড়ি বিভিন্ন প্রজেক্টে ব্যবহৃত হয়। সরকারি গাড়ির বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। কতগুলো সরকারি গাড়ি আছে, সেটা প্রত্যেকটা মন্ত্রণালয়কে বলে দেওয়া হচ্ছে, তারা খুব দ্রুত ছকের মাধ্যমে জানাবেন।
“এটার মাধ্যমে সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাবে কতগুলো গাড়ি সরকারের আছে। কার কয়টা গাড়ি, কী অবস্থা এবং তাদের বয়স কত।''
সাত কলেজের জন্য ‘সুনির্দিষ্ট ভবন’
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রতিনিধিরা সংকট সমাধানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানান প্রেস সচিব।
তিনি বলেন, “ঢাবির মধ্যে তাদের জন্য আলাদা একটি জায়গা ঠিক করা হবে, যেখানে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো করা হবে। তাদের আলাদা রেজিস্ট্রার, কর্মকর্তা থাকবে। বিষয়গুলো ঢাবি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেই করা হবে।”
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “সাত কলেজ ঢাবির অধীনেই থাকবে।”
সরকারের এই সিদ্ধান্তে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে যাবে বলে মনে করেন কিনা– এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, “আমরা আশা করি, তারা রাস্তায় যে আন্দোলন করছেন তা শেষ করবেন। তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করি আজকেই তাদের আন্দোলনের শেষ দিন “
তিনি বলেন, “যে কোনো ইস্যু থাকলে তা নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে। আমাদের উপদেষ্টারা চান কোনো সমস্যা হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে। তার মাধ্যমে সুফল পাব।”
অন্যান্য প্রসঙ্গ
আগের সরকারগুলো রাজনৈতিক কারণে বিসিএসে নিয়োগ বাতিল করেছিল। এবার ৪৩তম বিসিএসে ৯৯ জনের নিয়োগ বাতিল হয়েছে। এটা পুরানো প্রক্রিয়ার অনুসরণ কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “এগুলো পিএসসি দেখবে। তারাতো স্বাধীনভাবে কাজ করে। তাদের সঙ্গে কথা বললে উত্তর দিতে পারবে।”
বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তিনবার থেকে বাড়িয়ে চারবার কেন করা হল, সেই প্রশ্নে শফিকুল আলম বলেন, “উপদেষ্টা পরিষদে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
যানজটের সমাধানে সরকারের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, “এটার আশু সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন। উপদেষ্টা পরিষদে আলোচনা হচ্ছে।”
প্রেস সচিব বলেন বলেন, “এটার অন্যতম কারণ হচ্ছে গত ১৫ বছরের কুশাসন। যার ফলে বাংলাদেশের অনেক গ্রুপ, অনেক ধরনের মানুষ আছেন, কর্মজীবী, পেশাজীবী আছেন, বিভিন্ন প্রেশার গ্রুপ আছে। এরাতো গত ১৫ বছরে কোন আন্দোলনই করতে পারেনি।
“এখন ওরা ভাবছেন তাদের দাবিগুলো, তাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সরকার, তারা ভাবছেন তাদের কথাগুলো এ সরকার শুনবে। আমরাও তাদের কথা শুনছি। কিন্তু অনেক ক্ষেত্রে তারা রাস্তায় প্রতিবাদ করছে।”
দেশের সব সমস্যার সুষ্ঠু সমাধানের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, “সববিষয়ে আমাদের মনোযোগ আছে। আমরা চেষ্টা করছি নাগরিকের দুর্ভোগ কীভাবে কমানো যায়।”
পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা– এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “এসব আন্দোলনে আমরা কোনো ষড়যন্ত্র দেখছি না। পোশাক খাতে অস্থিরতার মূল বিষয় হচ্ছে কয়েকটা কারখানার মালিক পালিয়ে গেছেন, শ্রমিকদের বেতন দিতে পারছেন না, সেক্ষেত্রে শ্রমিকরা আন্দোলন করছেন।
“আমরা শানিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি। বাংলাদেশে ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু আছে। একটা-দুইটা পোশাক কারখানায় আগেও আনরেস্ট হত। তারপরও আমরা চেষ্টা করছি এগুলো যাতে আনরেস্ট না হয়। সবকিছুর সুষ্ঠু সমাধান হয়।”
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “উনি দণ্ডিত হননি, অভিযোগ গঠিত হতে পারে। ওয়ারেন্ট ইস্যু হয়েছে। বিচার হয়ে রায় ঘোষণা হলে, তাকে প্রত্যার্পণ করার বিষয় আসবে।”
ওয়ারেন্ট ইস্যু হলে আসামি হাজির করার দায়িত্ব থাকে– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এটা ঠিক, কিন্তু এটা বাংলাদেশের টেরিটরির মধ্যে আর ওইটা হল প্রত্যার্পণ। বন্দি প্রত্যাপর্ণ হল রায় ঘোষণার পর।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বিষয়ে সরকার আপত্তি জানানোর পর কোনো উত্তর পাওয়া গেছে কিনা জানতে চাইলে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, “আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, চিঠিও দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন উত্তর আসেনি।”
পুরনো খবর: