তারা এখন রাজু ভাস্কর্যে অবস্থান করবেন।
Published : 28 Oct 2023, 12:53 AM
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকার নীলক্ষেত মোড় অবরোধ করার ৭ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সেখান থেকে সরে গেছেন চাকরিপ্রত্যাশীরা।
আগামী সোমবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থা করে দেবেন পুলিশের এমন আশ্বাসে নীলক্ষেত মোড় ছাড়েন তারা। তবে সে সময় পর্যন্ত তারা রাজু ভাস্কর্যে অবস্থান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের আহ্বায়ক শরিফুল ইসলাম শুভসহ অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙেন। পরে তারা পুলিশের আশ্বাসে স্থান ত্যাগ করেন।
এর আগে বিকেল পৌনে ৫টা থেকে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ' ব্যানারে নীলক্ষেত অবরোধ করেন একদল চাকরিপ্রত্যাশী। একপর্যায়ে উর্মি সিদ্দিকা নামের এক আন্দোলনকারী বিষপান করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার স্টমাক ওয়াশ করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
অবরোধের কারণে আজিমপুর-সায়েন্সল্যাব রাস্তা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে আজিমপুর থেকে পলাশী হয়ে নিউমার্কেট থানার সামনে দিয়ে কাটাবন হয়ে গাড়ি চলাচল করে। অবরোধ থেকে আন্দোলনকারী সরে গেলে যান চলাচল সচল হচ্ছে।
এর আগে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছিলেন তারা। এবার সোমবার পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন।
সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক জেরিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব। পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে আগামী সোমবার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন। সেই পর্যন্ত আমরা রাজু ভাস্কর্যেই অবস্থান করব।"