বৃত্তিপ্রাপ্তরা বিনাবেতনে পড়ার সুযোগ পাবেন, সেই সঙ্গে পাবেন নগদ অর্থ
Published : 16 Dec 2024, 12:12 AM
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৩ হাজার ২৩৮ জন।
তাদের মধ্যে ৪১৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮২১ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এইচএসসিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা ঢাকা বোর্ড প্রকাশ করেছে। অন্যান্য বোর্ডগুলো পর্যায়ক্রমে তালিকা প্রকাশ করবে।
ঢাকা বোর্ড থেকে প্রকাশিক বৃত্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবেন। সরকার অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃত্তির মেয়াদ ২০২৪ সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদকালীন সময় পর্যন্ত। আর ইএফটির মাধ্যমে বৃত্তির টাকা পাঠানো হবে ব্যাংক হিসাবে। বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি বা মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা পাবেন।
গত ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতে পাস করেন ৭৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।
পরে গত ১৪ নভেম্বর পুননিরীক্ষণের ফল প্রকাশিত হলে ফেল থেকে ১ হাজার ২৭৩ পাস করে এবং আরও ৭০৪ জন জিপিএ-৫ পান।
বৃত্তিপ্রাপ্তদের তালিকা