আগের রাতে তাকে কক্সবাজারে গ্রেপ্তার করা হয়।
Published : 31 Oct 2024, 02:53 PM
সাভারের আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানোর গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে সকাল ১০টার দিকে পুলিশি নিরাপত্তায় শহীদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সাভার সার্কেলে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে কক্সবাজার বদলি করা হয়েছিল।
“কক্সবাজার থেকে গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ থানা থেকে আজ সকালে শহীদুলকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। তার পক্ষে একটি জামিন আবেদন পড়েছিল। কিন্তু আবেদন নাকচ করে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
জুলাই-অগাস্টে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামও আসামি।
আরও পড়ুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা