বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের জন্য সড়কে চলাচল হবে বিঘ্নিত।
Published : 26 Apr 2023, 10:08 PM
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের জন্য শুক্রবার রাতে ৭ ঘণ্টা ঢাকার বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল ব্যাহত হবে।
বুধবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তাতে বলা হয়, “তৃতীয় টার্মিনালের সামনে ফ্লাইওভার নির্মাণের জন্য শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।”
এই সময়ে ভারী ও মালবাহী গাড়িগুলোকে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করেছে বেবিচক।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এখন এই টার্মিনালের সামনের ফ্লাইওভার তৈরির কাজ চলছে।
এই ফ্লাইওভার নির্মাণের জন্য ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাতে বিমানবন্দরের সামনের রাস্তাটিতে চলাচল সীমিত করে গত ২৮ মার্চ আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।