পুলিশ পাচ্ছে ১ কোটি টাকা। ৬০ লাখ বরাদ্দ আনসার ও ভিডিপির জন্য।
Published : 27 Mar 2025, 08:20 PM
ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের ‘উন্নত’ খাবারের জন্য দুই কোটি তিন লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এ বরাদ্দের অনুমতি দেওয়া হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলা হয় আদেশে।
বরাদ্দ হওয়া দুই কোটি তিন লাখ টাকার মধ্যে পুলিশ পেয়েছে এক কোটি টাকা। ৬০ লাখ টাকা পেয়েছে আনসার ও ভিডিপি।
বিজিবির জন্য বরাদ্দ ৪০ লাখ টাকা। তিন লাখ টাকা বরাদ্দ কোস্ট গার্ডের নামে।