কাফরুলের মিরপুর ১৩ নম্বর নতুন বাজার স্টিল ব্রিজ এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটেছে।
Published : 11 Nov 2024, 02:35 PM
রাজধানীর কাফরুলে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর, চুলা জ্বালাতেই ঘরজুড়ে আগুন ছড়িয়ে দুই দম্পতিসহ ৫ জন দগ্ধ হয়েছেন।
রোববার রাতে কাফরুলের মিরপুর ১৩ নম্বর নতুন বাজার স্টিল ব্রিজ এলাকার এক বাসায় ওই দুর্ঘটনার পর দগ্ধ পাঁচজনকে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন– মো. রাজিব মিয়া, তার স্ত্রী সুমি আক্তার, সুমন মিয়া এবং তার স্ত্রী সুবর্ণা আক্তার এবং ওই বাসার আরেক বাসিন্দা শাহানা আক্তার। তারা সবাই তৈরি পোশাক কারখানায় কাজ করেন।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রাজিবের শরীরের ৬ শতাংশ ও তার স্ত্রী সুমি শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া সুমনের ৩ শতাংশ, সুবর্ণার এবং শাহানার ৫ শতাংশ দগ্ধ হয়েছ।
পোড়ার মাত্রা কম হওয়ায় হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। সাধারণত কারও শরীরের ৩০ শতাংশের বেশি পুড়ে গেলে ‘আশঙ্কাজনক’ অবস্থা হিসেবে বিবেচনা করেন চিকিৎসকরা।
রাজিবদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী আসাদুল মণ্ডল বলেন, "তারা কাজ শেষ করে রাতে বাসায় ফিরে রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে।“