সিআইডি বলছে, স্বর্ণ পাওয়ার পর তারা কিছু অংশ বিভিন্ন জায়গায় বিক্রি করে আইফোন, জামাকাপড় কেনেন। নগদ টাকাও কাছে রাখেন।
Published : 10 Nov 2024, 04:29 PM
রাজধানীর মৌচাক মার্কেটের একটি দোকানের ৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দোকান কর্মচারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
রোববার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার চারজনের মধ্যে হিমেল মিয়া (২০) মৌচাক মার্কেটের আসিফ জুয়েলার্স নামের ওই গয়নার দোকানের কর্মচারী ছিলেন। বাকি তিনজন হলেন, ফারজানা আক্তার ইতি (২৭) তার স্বামী মাশফিক আলম (২৮) এবং ইতির বাবা আব্দুল জব্বার (৭০)।
ওই দোকানের মালিক আলিম উদ্দিন সিআইডিকে বলেছেন, গত চার বছর ধরে তার দোকানে কাজ করে আসছিলেন হিমেল। শুরুতে তিনি ছিলেন দোকানের ক্লিনার। আস্থাভাজন হয়ে ওঠায় বছর খানেক আগে তাকে সেলসম্যান করে নেওয়া হয়।
সিআইডি কর্মকর্তা নজরুল জানান, অন্য দিনের মত গত ৩০ অক্টোবর হিমেল কারখানায় যান স্বর্ণ আনতে। ৫৯ ভরি স্বর্ণের কয়েকটি বার নেওয়ার পর আর দোকানে যাননি তিনি।
পরে মোবাইল বন্ধ পেয়ে সন্দেহ হলে রমনা থানায় অভিযোগ করেন আলিম উদ্দিন।ওই অভিযোগের বিষয়টি সিআইডিকেও জানান দোকান মালিক।
পরে সিআইডি তদন্ত করতে গিয়ে হিমেলের পূর্ব পরিচিত ইতি নামের এক নারীর সন্ধান পায়। সেই নারীর স্বামী মাশফিকও এই ঘটনার সাথে জড়িত তথ্য মেলায় তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে কক্সবাজার থেকে মাশফিককে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর রামপুরা মৌলভীটেকের বাসা থেকে ইতিকে গ্রেপ্তার করা হয়। পরে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় ইতির বাবাকে।
পরে ইতির বাবার দেওয়া তথ্য অনুযায়ী হিমেলকে শনিবার গ্রেপ্তার করা হয় বলে জানান ডিআইজি নজরুল ইসলাম।
তিনি বলেন, “হিমেল জিজ্ঞাসাবাদে বলেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৫৯ ভরি স্বর্ণ চুরি করার পর ৩৩ ভরি স্বর্ণ নিজের কাছে রেখে ইতি ও তার স্বামীকে বলেন, ২৫ ভরি তিনি চুরি করতে পেরেছেন।
“পরে ইতির বাবা জানান, হিমেলকে গৌরীপুর এলাকায় তার ভাতিজার বাসায় লুকিয়ে রাখা হয়েছে। সিআইডি সেখান থেকে হিমেলকে গ্রেপ্তার করে।”
সিআইডি বলছে, স্বর্ণ পাওয়ার পর তারা কিছু অংশ বিভিন্ন জায়গায় বিক্রি করে আইফোন, জামাকাপড় কেনেন। নগদ টাকাও কাছে রাখেন।
পরে ইতির বাসার ডিপ ফ্রিজ থেকে ১৯ ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৪ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
তার স্বামীর কাছ থেকে ২৭ হাজার টাকা ও প্রায় ৬৩ হাজার টাকার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আর হিমেলের কাছ থেকে ৩৩ ভরির একটি স্বর্ণের বার এবং স্বর্ণ বিক্রির টাকায় কেনা প্রায় সোয়া লাখ টাকা দামের আইফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সিআইডি কর্মকর্তা নজরুল।