সাহস ও দৃঢ়তার সঙ্গে কোরিয়ার জনগণ এবং সরকার এই ক্ষতি কাটিয়ে উঠবে, সেই প্রত্যাশার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published : 31 Oct 2022, 11:52 AM
সিউলে হ্যালোউইন উৎসবে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে দেড় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, “আমি বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে আপনার এবং শোকসন্তপ্ত পরিবার ও তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। “
শেখ হাসিনা বলেন. “কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র হিসাবে বাংলাদেশ এই মর্মান্তিক ঘটনায় গভীর সনহানুভূতি জানাচ্ছে এবং এই কঠিন সময়ে প্রজাতন্ত্রের জনগণের পাশে রয়েছে।”
সাহস ও দৃঢ়তার সঙ্গে কোরিয়ার জনগণ এবং সরকার এই ক্ষতি কাটিয়ে উঠবে, সেই প্রত্যাশার কথাও লেখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তায়।
গত শনিবার রাতে হ্যালোউইন উদযাপনের সময় বিপুল সংখ্যক মানুষ সিউলের ইতায়েওনের একটি সরু গলিতে ঢুকে পড়লে পদদলনের ওই ঘটনা ঘটে। নিহত ১৫৩ জনের বেশিরভাগই কিশোর ও তরুণ।