বিএনপির তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীর সদরঘাট থেকে দেশের দক্ষিণের পথে লঞ্চ ছেড়ে গেলেও তাতে যাত্রী ছিল কম।
বুধবার সদরঘাটে গিয়ে দেখা গেছে, অল্প যাত্রী নিয়ে বরিশাল, ভোলা, চাঁদপুর আর শরীয়তপুরের পথে ১১টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে। তবে কোনো কোনো রুটে লঞ্চে এতটাই কম যাত্রী উঠেছে যে, তেলের টাকা উঠবে কি না সেই শঙ্কা করছে লঞ্চ কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক এবিএস মাহমুদ বলেছেন, “অবরোধের কারণে যাত্রী কম। এজন্য শিডিউল থাকলেও ৫টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়নি। তবে লঞ্চ চলাচল করছে।“
শরীয়তপুরের পথে ‘বোগদাদীয়া-৬’ ছেড়ে যাওয়ার আগে এই লঞ্চের মাস্টার মো. হৃদয় খান বলেন, “প্রথম শ্রেণির ৭ জন, ডেকে ৩৩ জন আর চেয়ারে ৯ জন যাত্রী পেয়েছি। এত কম যাত্রী নিয়ে কীভাবে চলবে?”
বুধবার সকাল থেকে চাঁদপুরের উদ্দেশ্য সদরঘাট ছেড়ে যায় ইমাম হাসান, সোনার তরী-২ ও বোগদাদীয়া-৮; ভোলার ইলিশার পথে আছে দোয়েল-১০, কর্ণফুলী-১৪; আর শরিয়তপুরের হাটুরিয়ায় উদ্দেশে সদরঘাট ছেড়ে যায় বোগদাদীয়া-৬ ও স্বর্ণদ্বীপ-৮ নামের লঞ্চ।
এছাড়াও আওলাদ-২ ও দ্বীপরাজ-৪ আছে বরিশালের মুলাদীর পথে; শরীয়তপুরের হাটুরিয়ায় উদ্দেশে সদরঘাট ছেড়েছে বোগদাদীয়া-৬ এবং ভোলার হাকিমে যাচ্ছে সারুক-১।
চাঁদপুরের বোগদাদীয়া-৮ লঞ্চের মাস্টার মো. সোহাগ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৬৩ জন যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছি। এত কম যাত্রী নিয়ে কতদিন চালাতে পারবো বুঝতে পারছি না।”
কোম্পানির ‘লোকসান হচ্ছে’ জানিয়ে এই মাস্টার বলেন, “তবুও রুট চালু রাখতে আর সুনামের কারণে লঞ্চ চালাচ্ছি।“
কর্ণফুলী-১৪ লঞ্চের মাস্টার মিজানুর রহমান বলেছেন, “ভোলার ইলিশায় একটু যাত্রী পেয়েছি ১৩৫ জন। তবে তেলের টাকা উঠবে না এই যাত্রীতে।“
বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা এবিএস মাহমুদ বলেছেন, মঙ্গলবার সদরঘাট ছাড়ে ৬১টি লঞ্চ, আর ভিড়েছে ৫৮টি।
সদরঘাটে ‘নিরাপত্তাজনিত কোন সমস্যা নেই’ বলে জানান সদরঘাট নৌ থানার ওসি আবুল কালাম।
এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপির ডাকে দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধের ৪৮ ঘণ্টার নতুন কর্মসূচি বুধবার ভোর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।
বিএনপি গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। সেই অবরোধ শেষে ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে দলটি। মাঝে একদিন মঙ্গলবার বিরতি দিয়ে ফের অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।