গণআন্দোলনে শেখ হাসিনার পতনের দিন অনেক থানা, ফাঁড়ি্ ও কারাগারে আক্রমণ চালানোর পাশাপাশি এসব অস্ত্র লুট করা হয়।
Published : 15 Aug 2024, 07:16 PM
গণআন্দোলনে শেখ হাসিনার পতনের পর দিন দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এ পর্যন্ত ৫৩৪টি উদ্ধার হয়েছে।
সেইসঙ্গে ১০ হাজার ২১৯ রাউন্ড গুলি, ৩৫৯টি টিয়ারশেল ও ১৪২টি সাউন্ড গ্রেনেডও উদ্ধার হয়েছে বলে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে।
তীব্র গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন বেশিরভাগ থানা, ফাঁড়ি এমনকি কারাগারেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সেসময় অস্ত্র ও গুলি লুটপাট করা হয়।
এসব অস্ত্র ফেরত দিতে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাত দিনের সময় বেঁধে দেন। অস্ত্র ফেরত না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উপদেষ্টা জানান, কেউ যদি নিজে থেকে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসব অস্ত্র জমা দিতে না পারলে অন্যের মাধ্যমেও তা ফেরত দেওয়ার সুযোগ খোলা রয়েছে। তবে নির্দেশনা আমলে না নিলে অস্ত্র উদ্ধারে মাঠে নামার কথা জানান তিনি।