“আজমির শরীফ দখলের ‘ষড়যন্ত্র’ এখনই না থামলে আমরা ভারতের মানচিত্র নতুন করে ঠিক করব”, বলেন মঞ্চের আহ্বায়ক।
Published : 04 Dec 2024, 09:11 PM
ভারতে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, আজমির শরীফ দখলের ‘ষড়যন্ত্র’ ও আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাসের অভিমুখে মিছিলের ডাক দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি সংগঠন।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি।
তিনি জানান, শুক্রবার ‘বাবরি মসজিদ ধ্বংস দিবসে’ বিকাল সাড়ে ৩ টায় গুলশান -২ থেকে ‘ছাত্রজনতাকে’ নিয়ে শুরু হবে এই মিছিল।
‘শান্তিপূর্ণভাবে’ মিছিল শেষ করে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সেদিন জুমার পর দেশব্যাপী বিক্ষোভ মিছিল করার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে।
‘ভারতের মানচিত্র নতুন করে ঠিক করব’
ভারতে আজমির শরীফ দখলের ষড়যন্ত্রের অভিযোগ এনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ভারতের মানচিত্র ‘নতুন করে’ ঠিক করার ঘোষণাও দেন।
তিনি বলেন, “আজমির শরীফ মুসলমানদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সারা বিশ্ব থেকে মানুষ শ্রদ্ধাসহ ঘুরতে আসে এখানে। আজমির শরীফের স্থানে পূর্বে শিব মন্দির ছিল বলে সম্প্রতি কোর্টে মামলা করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর এই মামলার শুনানি হবে।
“বাবরি মসজিদের মত ধীরে ধীরে ভারতের এই ‘দখলদারত্বের’ ষড়যন্ত্র এগিয়ে যাবে। তারপর একদিন তারা আজমির শরীফ ধ্বংস করার চেষ্টা করবে।”
তিনি বলেন, “আজমির শরীফ দখলের ‘ষড়যন্ত্র’ এখনই না থামলে আমরা ভারতের মানচিত্র নতুন করে ঠিক করব।
“ভারত যদি বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরেরদিন ভারত ভেঙে ৬০টি মানচিত্র তৈরি হবে। আমরা ইতোমধ্যে শহিদ। আমাদের আর মৃত্যুর ভয় নেই।”
ভারতে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে দাবি করে তিনি বলেন, "ভারতে ১৫ শতাংশ মানুষ মুসলমান। এর মধ্য থেকে সরকারি চাকরি করে মাত্র ৩ শতাংশ। গত ২০ বছরে গুজরাটে ১ হাজারের উপরে মুসলমানকে শুধু পুড়িয়ে মারা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত তাদের উপর নানা নির্যাতন নিপীড়ন অব্যাহত রয়েছে।"
মঞ্চের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবির বলেন, "ভারত তার সংখ্যালঘুদের ‘উলঙ্গ করে’ রাস্তায় ঘুরায়, গরুর মাংস খাওয়ার অপরাধে মুসলমানদের পিটিয়ে মারে, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, আর আমাদেরকে তারা সম্প্রীতি শেখায়।
“আমরা বলে দিতে চাই, আমরা এখন থেকে ভারতের কাছ থেকে শিখব না, ভারতকে শিক্ষা দেব।"