ঢাকা ময়মনসিংহ হাইওয়ের যানবাহনের চাপ সামলাতে ও যানজট কমাতে গত ১৭ অক্টোবর ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ডানের গন্তব্যে যেতে খানিকটা পথ এগিয়ে ঘুরে যেতে হত।
Published : 07 Dec 2024, 05:55 PM
যানজট কমানোর চেষ্টার অংশ হিসেবে ঢাকার বিমানবন্দর সড়কের বনানী-কাকলী ও বনানী কবরস্থান ক্রসিং বন্ধ করার ৫০ দিনের মাথায় খুলে দিয়েছে পুলিশ।
শনিবার সকালে এই পদক্ষেপ নিয়ে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, জনসাধারণের ‘মিশ্র প্রতিক্রিয়ার’ জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, “আমরা যানজট কমাতে ক্রসিং বন্ধ করে দিয়ে চেষ্টা করেছিলাম। এটি নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমরা চেষ্টা করে দেখেছি, নতুন করে আবার দেখি।
“আমাদের ট্রায়াল চলতে থাকবে, কীভাবে মানুষকে যেভাবে যতটা স্বস্তি দেওয়া যায় আমরা চেষ্টা করছি।”
ঢাকা ময়মনসিংহ হাইওয়ের যানবাহনের চাপ সামলাতে ও যানজট কমাতে গত ১৭ অক্টোবর ক্রসিংয়ের রাইট টার্ন বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে ডানের গন্তব্যে যেতে খানিকটা পথ এগিয়ে ঘুরে যেতে হত।
একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তেজগাঁওয়ের লাভ রোড ক্রসিং, ধানমন্ডি ২৭, আসাদগেট, ফার্মগেটের খামারবাড়ী ক্রসিং, মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এসব এলাকায় ডান দিকের ক্রসিং বন্ধের পাশাপাশি সোজা রাস্তাও বন্ধ আছে। বামে গিয়ে গাড়িগুলোতে ঘুরে আসতে হয়, কিন্তু একটি সিগন্যাল কম লাগছে। এ কারণে যানজটও কিছুটা কম।
বনানী-কাকলী ক্রসিং ও বনানী কবরস্থানের সামনের ক্রসিং খুলে দেওয়ার কথা জানিয়ে ট্রাফিক গুলশান বিভাগের ফেইসবুক পেইজ থেকে বলা হয়, এখন থেকে ২৭ নম্বর রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে বিমানবন্দরে যাওয়া যাবে। তবে ২৭ নম্বর রোড ‘ওয়ান ওয়ে’ (একমুখী) করা হয়েছে।
অর্থাৎ কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নম্বর হয়ে বিমানবন্দর সড়কে গাড়ি যেতে পারবে। বিমানবন্দর সড়ক থেকে থেকে বনানী ২৭ নম্বর রোডে ঢুকতে পারবে না।
বনানী ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (কে ব্লক), ২৪, ২৬, ২৮ থেকে ২৭ নম্বর হয়ে শুধু বিমানবন্দরে যাওয়া যাবে।
বনানী রোড ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (কে ব্লক), ২৪, ২৬, ২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নম্বর রোড ব্যবহার করতে পারবেন।