আইনজীবী জহিরুল ইসলাম পলাশকে আগামী ৭ মে আদালতে সশরীরে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে হবে।
Published : 04 Apr 2024, 12:18 AM
ফেইসবুকে এক বিচারককে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর খুলনার এক পিপিকে তলব করেছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেয়।
খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এই পিপি হলেন জহিরুল ইসলাম পলাশ।
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জহিরুল ইসলাম পলাশকে আগামী ৭ মে আদালতে সশরীরে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে হবে।”
প্রতিকার জানান, গত ৩১ মার্চ জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে ফেইসবুকে কটূক্তির অভিযোগ করেন খুলনা মহানগর আদালতের বিচারক তরিকুল ইসলাম। তার দাবি, এর আগে আদালতেও তাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে।
“বিষয়টি জানিয়ে তিনি প্রধান বিচারপতি বরাবর অভিযোগ দেন এবং বিচার প্রার্থনা করেন। প্রধান বিচারপতি পরে বিষয়টি হাই কোর্টে পাঠান। তার ধারাবাহিকতায় বুধবার এই বেঞ্চে শুনানির জন্য ওঠে।”