জেন্ডার ট্রান্সফরমেটিভ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রকল্পের সাফল্য ও শিখন বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়।
Published : 26 Nov 2023, 10:33 PM
লৈঙ্গিক বৈষম্যমুক্ত পরিবেশে কিশোর-কিশোরীরা যাতে বেড়ে ওঠে তা নিয়ে সচেতনতা তৈরিতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার একটি হোটেলে ‘জেন্ডার ট্রান্সফরমেটিভ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রকল্পের সাফল্য ও শিখন বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, “প্ল্যান’র এ উদ্যোগ সরকারকে শিক্ষার মান বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়তা করে আসছে। এই ধরনের উদ্যোগ সরকারকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সর্বদা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে এ ব্যাপারে সহায়তা করতে প্রস্তুত।”
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও জাতীয় কর্মসূচির প্রধান নীলিমা ইয়াসমিন বলেন, “গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শিশুদের সুস্থ বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনগুলো সমর্থন ও প্রচার করেন৷ পুরুষ সদস্যরা তা সমর্থন ও উৎসাহিত করেন।”
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের পরিচালক আফরোজ মহল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।