গত বছরের ৫ ডিসেম্বর প্রিন্স মামুনের বিরুদ্ধে এক নারী রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ফৌজদারি বিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলাটি করেন।
Published : 11 Jun 2024, 06:26 PM
ধর্ষণের এক মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই মুহাম্মদ শাহজাহান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজত চেয়ে আবেদন করেন।
এ সময় আসামির পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে আদালত মামুনের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উত্তম কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বারের সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাৎ শাওন আসামি পক্ষে শুনানি করেন।
গত ১০ জুন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে। পরে তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়।
গত বছরের ৫ ডিসেম্বর প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতারণা করে বিয়ে না করার অভিযোগে এক নারী রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ফৌজদারি বিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলাটি করেন। মামলার পর আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় ওই নারী অভিযোগ করেছেন, প্রিন্স মামুনের সঙ্গে তার ফেইসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
ওই নারীর অভিযোগ, মামুন তাকে বলেছিলেন, তার ঢাকায় থাকার মতো বাসা নেই। মামুন বিয়ে করবেন, এমন আশ্বাসে তাকে তার বাসায় থাকার অনুমতি দেন বলে দাবি করেছেন ওই নারী।
মামলায় বলা হয়, ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে ওই নারীর বাসায় ওঠেন। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে মামুন একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে ওই নারী একাধিকবার বিয়ের করার কথা বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন ওই নারীকে আবার ধর্ষণ করেন।