“আমাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে; সামান্য পরিবর্তনের জন্য তো এত মানুষ জীবন দেয়নি,” বলেন তিনি।
Published : 24 Feb 2025, 08:19 PM
রাষ্ট্র সংস্কারের জন্য সবার ঐক্যমত্য ও সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, “দেশের কোনো রাজনৈতিক দল তাদের ‘নিজস্ব ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে চিন্তা করে না। শুধু তাই নয়, দেশের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণও স্বাধীনতার ৫৩ বছরে নীরব থেকেছে। সামাজিক ও মানবিক বিষয়ে কেউ কথা বলেনি, সবাই রাজনৈতিক চেয়ার ও ক্ষমতা ভাগাভাগি নিয়েই ব্যস্ত ছিল।
“১৯৯১ সাল থেকে জনগণের নির্বাচিত সরকার এসেছে, কিন্তু কোনো দল ১৯৭২ সালের সংবিধানে মৌলিক সংস্কার আনেনি। যারা সংস্কার করেছে, তারা শুধু নিজেদের স্বার্থে ও নিজেদের এজেন্ডা প্রতিষ্ঠার জন্যই করেছে। এখন সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনার সময় এসেছে। তবে এর জন্য দেশের সব রাজনৈতিক দল এবং জনগণের সর্বসম্মতি প্রয়োজন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার সন্ধ্যায় ‘রাষ্ট্র সংস্কারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন আইন উপদেষ্টা।
জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, “আমাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। সামান্য পরিবর্তনের জন্য তো এত মানুষ জীবন দেয়নি।”
সেমিনারে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ সকল স্টেক হোল্ডারদের, যেমন রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, সুশীল সমাজকে নিয়ে বোঝানো যে, কেন এই পদ্ধতিতেই সংস্কার করতে হবে।… পদ্ধতির প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু সংস্কার আমাদের করতেই হবে, যেগুলো আর উল্টে দেওয়া যাবে না, থেকে যাবে। তাই ভিত্তিটা খুব গুরুত্বপূর্ণ।”