তিনি রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালাতেন বলে হাসপাতালের রেজিস্টারে তথ্য দেওয়া হয়েছে।
Published : 12 Aug 2024, 12:54 AM
রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন, যিনি ভাড়ার মোটরসাইকেল চালাতেন।
রোববার দুপুরে নিহত এ যুবকের নাম মোহন শেখ, বয়স ২৫। তার গ্রামের বাড়ি জামালপুর সদরে। ঢাকায় তুরাগ থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টারে তিনি রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালাতেন বলে তথ্য দেওয়া হয়েছে।
তবে দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় শ্যামলী এলাকায় দুর্ঘটনায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খোঁজখবর নিয়ে এ এলাকায় কোনো শিক্ষার্থীর মৃত্যুর খবরের তথ্য মেলেনি।
হাসপাতালে রেজিস্টারের তথ্য অনুযায়ী, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামলী শিশুমেলার সামনে একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাশের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ হাসপাতালের মর্গে যায়নি। জরুরি বিভাগ থেকেই স্বজনরা লাশ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি নিয়ে যান।