Published : 08 Aug 2024, 12:45 AM
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ‘স্বপ্নের দেশ গঠনে’ ছয়টি প্রস্তাব রেখেছেন হাই কোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।
বুধবার নিজের ফেইসবুক আইডিতে প্রকাশ করা এ পোস্টে তিনি বলেন, এসব প্রস্তাব স্বপ্নের দেশ গঠনে প্রয়োজন হবে।
বিচারপতি শেখ হাসান আরিফ ওই পোস্টে লিখেছেন, “বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, দলীয় রাজনীতির যাঁতাকলে পড়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ। বর্তমানে কোনো দলীয় সরকার নেই।
“তাই নতুন বাংলাদেশের কারিগর, সন্তানতুল্য ছাত্রছাত্রীদের জন্য দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসেবে কথাগুলো বলা আমার নৈতিক দায়িত্ব মনে করছি।
“নিম্নে বর্ণিত কাজগুলো বাস্তবায়িত না হলে সুপ্রিম কোর্ট সব সময় বিতর্কিতই থেকে যাবে এবং তোমাদের স্বপ্নের দেশ গঠনে বড় বাধা হয়ে থাকবে বলে মনে করি।”
তার ছয়টি পরামর্শ হল
১) বিচারপতি নিয়োগে দলনিরপেক্ষ আইন প্রণয়ন করা;
২) হাই কোর্ট বিভাগের বেঞ্চ গঠনে প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতায় চেক অ্যান্ড ব্যালান্সের ব্যবস্থা রাখা;
৩) হাই কোর্ট বিভাগের জিএ কমিটি এবং জাজেজ কমিটি গঠনে প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতায় লাগাম টানা;
৪) হাই কোর্ট বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে আপিল বিভাগে নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা;
৫) একইভাবে আপিল বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতার ব্যত্যয় ঘটিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা;
৬) বিচারকদের দুর্নীতি ও পক্ষপাতমূলক আচরণ বন্ধে বিচারক এবং সংসদ সদস্যদের সমন্বয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবিধানিক পদ্ধতি প্রণয়ন করা।
সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের শুরু থেকে আন্দোলন করে আসছে। পরে এ আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতা ও প্রাণহানি হলে তা এক সময়ে সরকার পতনের একদফা আন্দোলনে পরিণত হয়।
এরপর তুমুল গণআন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করলে তাতে সম্মতি দেন রাষ্ট্রপতি।