জি২০ সম্মেলনে অংশ নিয়ে নয়াদিল্লি থেকে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ম্যাক্রোঁ।
Published : 08 Feb 2024, 04:27 PM
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বিপক্ষীয় সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে রূপ নেওয়ার আশা রেখে তিনি বলেন, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ইন্দো-প্যাসিফিক এবং এর বাইরেও সকলের অভিন্ন সমৃদ্ধির জন্য কৌশলগত সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে বলে আমি আত্মবিশ্বাসী।”
হোটেল ইন্টারকন্টিনেন্টালে রোববার ফরাসি প্রেসিডেন্টের জন্য দেওয়া নৈশভোজে অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা।
জি২০ সম্মেলনে অংশ নিয়ে নয়াদিল্লি থেকে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ম্যাক্রোঁ। এই সম্মেলনে আমন্ত্রিত হয়ে শেখ হাসিনা অংশ নেন। এরপর বিকালে শেখ হাসিনা দেশে ফেরেন। তার কয়েক ঘণ্টা পরই আসেন ম্যাক্রোঁ।
নৈশভোজে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। ফ্রান্স বাংলাদেশিদের হৃদয় এবং কল্পনায় একটি বিশেষ স্থানে রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরাসি বিপ্লবের চেতনায় গভীর ভাবে অনুপ্রাণিত ছিলেন। সংবাদ সূত্র: বাসস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)