Published : 18 Oct 2023, 07:49 PM
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার মগবাজার এলাকার বড় একটি অংশ জুড়ে ৭ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার বিতরণ সংস্থা তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়।
সেখানে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেল লাইনের উত্তর পাশের আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তাতে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময় আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্যাস সরবরাহে বিঘ্ন হওয়ার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস।