জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানালেও কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
Published : 18 Feb 2025, 11:46 AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানালেও কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা তাৎক্ষণিকভাবে জানাননি এই পুলিশ কর্মকর্তা।
ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের পাশাপাশি পদস্থ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় ছয় মাস পেরিয়ে এবার স্বাস্থ্যের সাবেক এই সচিবকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
২০২৩ সালের অক্টোবরে স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় একই পদে বহাল ছিলেন।
গত ২০ অগাস্ট তাকে সেখান থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার।
এরপর গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ‘জনস্বার্থে’ তাকে অবসরে পাঠানোর কথা জানায়।
বিসিএস ১১ ব্যাচের প্রশাসন ক্যডারের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯৩ সালে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে।
পুরনো খবর