শিশু অপহরণে জড়িত অভিযোগে ৩ জন গ্রেপ্তার

গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2023, 07:05 AM
Updated : 6 May 2023, 07:05 AM

শিশু অপহরণ করে মুক্তিপণ আদায়ে জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এই তিনজন হলেন- মিল্টন মাসুদ (৪৫), শাহীনুর রহমান (৩৮) এবং সুফিয়া বেগম (৪৮)।

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির উত্তরা বিভাগের উপ- কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, এই চক্রটি আট থেকে ১০ বছর বয়সের শিশুদের ‘টার্গেট’ করে অপহরণ করে ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ নিচ্ছিল।

“এরা স্কুল, বাজার, রেস্টুরেন্টসহ নানা জায়গায় একা থাকা ও বাবা-মায়ের সাথে ঘুরতে থাকা শিশুদের টার্গেট করে সুকৌশলে অপহরণ করে এবং সময় বুঝে মোবাইল ব্যাংকিং'এর মাধ্যমে মুক্তিপণ আদায় করে থাকে।”

অভিভাবকের অর্থনৈতিক অবস্থা বুঝে তারা মুক্তিপণের অঙ্ক ঠিক করত বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত ২৪ মার্চ উত্তরা ৪ নম্বর সেক্টরের হলি ল্যাবের সামনে থেকে ৬ বছরের এক শিশু হারিয়ে গেলে তার পরিবারে উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন। তার তদন্তের সূত্র ধরে অপহরণকারী চক্রের সন্ধান পায় পুলিশ।

মিল্টন মাসুদ এই চক্রের ‘হোতা’ জানিয়ে পুলিশ কর্মকর্তা মোর্শেদ বলেন, এই চক্রে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।