এ পর্যন্ত ৮০টি পরিবহন কোম্পানি আগ্রহ দেখিয়েছ, আবেদন করেছে ৬২টি কোম্পানি, এ বিষয়ক এক বৈঠক শেষে এ তথ্য দেওয়া হয়।
Published : 12 Nov 2024, 01:06 AM
ঢাকঢোল পিটিয়ে বছর তিনেক আগে চালু হওয়া ‘ঢাকা নগর পরিবহনকে’ আবার চাঙা করতে চাইছে অন্তর্বর্তী সরকার; সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর অধীনে রাজধানীর গণপরিবহনের সব বাস পরিচালনার।
সরকারের পালাবদলের পর রুট রেশনালাইজেশন কমিটির নেতৃত্বে আসা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক নজরুল ইসলামের সভাপতিত্বে কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়েছে, নগর পরিবহনের অধীনে সব বাস এলেও এগুলোর মালিকানা বিদ্যমান কোম্পানিগুলোর হাতেই থাকবে।
বৈঠক শেষে জানানো হয়, নগর পরিবহনের আওতায় বাস চালাতে কোম্পানিগুলোর কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৮০টি পরিবহন কোম্পানি আগ্রহ দেখিয়েছ, আবেদন করেছে ৬২টি কোম্পানি। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিগুলো আবেদন করতে পারবে।
কবে এ সেবা চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নে ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলাম বলেন, কোম্পানিগুলোর কাছ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। পরে আমরা কোম্পানিগুলোর মাধ্যমে রুট (চলাচলের শুরু ও শেষের গন্তব্য) ঠিক করে দেব। কোম্পানি সিস্টেমে আমরা গাড়িগুলো পরিচালনা করব।
”আমরা র্যাপিড পাস এবং পেমেন্ট সিস্টেমও অনলাইনে চলে যাবে, যাতে এখানে ড্রাইভার হেলপারদের মধ্যে প্রতিযোগিতা না হয়।”
এর আগে রাজধানীর বিশৃঙ্খল বাস চলাচলের চিত্র পাল্টে দিতে ঢাক ঢোল পিটিয়ে ২০২১ সালের ডিসেম্বরে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাচপুর পর্যন্ত চালু হয় নগর পরিবহন।
প্রথম কয়দিন নির্ধারিত জায়গায় যাত্রী ওঠানামা, বিআরটিএ নির্ধারিত হারে কিলোমিটারের হিসাবে ভাড়া আদায়ে যাত্রীরা সন্তুষ্টই ছিলেন।
এরপর আরও দুটি রুট চালু হয়। গত বছরের ৭ ফেব্রুয়ারি বাস রুট র্যাশনালাইজেশন কমিটির সভায় জানানো হয়েছিল, পাঁচ মাসের মধ্যে আরও দুটি রুটে নামবে নতুন বাস। তবে নতুন দুটি রুট আর চালু হয়নি।
কথা ছিল, এসব রুট চালু হলে আগে থেকে যে বাস চলে সেগুলো বন্ধ হয়ে যাবে, যা আর হয়নি। এ অবস্থায় বেসরকারি কোম্পানির বাসগুলো শৃঙ্খলায় আসেনি, উল্টো নগর পরিবহনের বাসগুলো বেসরকারি কোম্পানির বাসকে অনুসরণ করতে শুরু করে। ফলে কার্যত এই উদ্যোগ কোনো প্রভাবই ফেলতে পারেনি।
সোমবার রুট রেশনালাইজেশন কমিটি বৈঠক করে আগের উদ্যোগকে আবার জোরালোভাবে শুরুর বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে নগর পরিবহন চালুর বিষয়ে প্রশাসক নজরুল বলেন, এজন্য একটি কমিটি করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিটিসিএর সভা আছে। ওই কমিটি তার আগে তাদের সুপারিশ দেবে।
“কমিটির দেওয়া সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা নেব।”
সভায় ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, গণপরিবহন বিশেষজ্ঞ সালেহ উদ্দিন, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন:
স্বপ্ন দেখানো 'ঢাকা নগর পরিবহন' এখন লোকাল বাস
পুরনো বাসের ফাঁদে পথ হারাবে ঢাকা নগর পরিবহন? আলাদাই থাকতে চান বাস
শুরু হচ্ছে নগর পরিবহনে 'শৃঙ্খলা ফেরানোর' পরীক্ষা