যোগাযোগ প্রযুক্তি, হাদিস শরীফ এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা হয়েছে বুধবার।
Published : 23 Apr 2025, 09:29 PM
এসএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯২৯ পরীক্ষার্থী। সেইসঙ্গে এদিন ৩২ পরীক্ষার্থী বহিষ্কারও হয়েছেন।
বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হাদিস শরীফ এবং আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য দিয়েছে।
এদিন ১৭ লাখ ১৮ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও ১৬ লাখ ৯০ হাজার ২৯ জন অংশগ্রহণ করেন।
গণআন্দোলনে সরকার পরিবর্তনের পর এবারের এসএসসি পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও তিন ঘণ্টা সময়ে। এবার এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। ১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১৩ মে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে শেষ হবে। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।