“স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে বুলগেরিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে,”বলেন রাষ্ট্রপ্রধান।
Published : 08 Dec 2024, 05:45 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকোভ।
রোববার এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সাক্ষাতের আগে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল।
নিকোলাই ইয়ানকোভকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, “স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে বুলগেরিয়ার সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।”
বুলগেরিয়ার বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন, সেজন্য উদ্যোগ নিতে নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান সাহহাবুদ্দিন।
এ সময় রাষ্ট্রদূত নিকোলাই ইয়ানকোভ বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ।
রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব জয়নাল আবেদীন, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।