জ্যাকবের স্ত্রী নিলীমা নিগার সুলতানাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।
Published : 24 Apr 2025, 05:44 PM
আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুইজনের বিরুদ্ধেই ‘অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার সংস্থার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করার তথ্য দিয়েছেন কমিশনের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
এর আগে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান।
শাহরিয়ারের বিরুদ্ধে মামলার বিবরণ অনুযায়ী, তিনি ২৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার ছয়টি ব্যাংক হিসাবে ২৬১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত ৩১ ডিসেম্বর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এর আগে ২৩ ডিসেম্বর আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।
অন্যদিকে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে ১৪ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। বিভিন্ন ব্যাংক হিসাবে তার ৮৫ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন রয়েছে।
এদিকে জ্যাকবের স্ত্রী নিলীমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। তথ্য যাচাইয়ে তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।