ঘোষণা অনুযায়ী কমিশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে মঙ্গলবার থেকে।
Published : 29 Sep 2024, 08:20 PM
অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ সংস্কারে যে কমিশন করেছে, সেই কমিশনের কার্যক্রম জাতীয় সংসদের এমপি হোস্টেলের এক নম্বর ব্লকে চলবে বলে জানিয়েছেন আইন সচিব মো. গোলাম রব্বানী।
রোববার বিকালে জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
কমিশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে মঙ্গলবার থেকে।
“কমিশনের সদস্যরা বসবেন, কার্যক্রম চালাবেন সেই জায়গা ঠিকভাবে আছে কি না সেটিই দেখতে এসেছিলাম। এখানে যা দেখলাম তা এখনও তৈরি হয় নাই।
“সংসদ সচিব, গণপূর্ত সচিব, গণপূর্তের প্রধান প্রকৌশলীর সাহায্য চাওয়া হয়েছে, যাতে উনারা কাজগুলো সম্পূর্ণভাবে শেষ করে দেন যাতে আগামী ১ তারিখ থেকে বিচার বিভাগ সংস্কার কমিশন কার্যক্রম শুরু করতে পারে”, বলেন সচিব।
বাকি পাঁচ কমিশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওই পাঁচটি কমিশনের বিষয়ে গণপূর্ত থেকে ভিন্ন ভিন্নভাবে ব্যবস্থাপনা করা হয়েছে বলে আমি শুনেছি।”
বিচার বিভাগ সংস্কার কমিশনের সাচিবিক দায়িত্ব কে পালন করবেন- এই প্রশ্নে আইন সচিব বলেন, “যিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন, তিনি বিচার বিভাগীয় কর্মকর্তা হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে।”
গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ছয়টি কমিশন গঠন করার কথা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে।
পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সাবেক স্বরাষ্ট্র ও সংস্থাপন সচিব সফর রাজ হোসেন।
জনপ্রশাসন সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন ২০০১ সালে লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান হয়েছেন দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রধান।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা- সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারকে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব প্রথমে দেওয়া হয়েছিল আইনজীবী শাহদীন মালিককে। তার নাম ঘোষণার ১০ দিনের মাথায় এ পদে পরিবর্তন আসে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজকে।
আরও পড়ুন:
সংস্কার নিয়ে ৬ কমিশন গঠনের ঘোষণা প্রধান উপদেষ্টার
সংস্কারের রূপরেখা দিয়ে সঙ্গে থাকতে বললেন ইউনূস
শাহদীন মালিকের বদলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ
প্রধান উপদেষ্টার কমিশন করার 'অধিকার' নিয়ে প্রশ্ন ফরহাদ মজহারের