এই অংশ আগামী অক্টোবরে ট্রেন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
Published : 06 Jul 2023, 07:23 PM
দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে শুক্রবার।
সেদিন বিকালে আগারগাঁও স্টেশন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মেট্রোরেল বাস্তবায়ন ও পরিচালকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া জানান, এ অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা বুধবার রাতেও হয়েছে, তবে তা অনানুষ্ঠানিকভাবে। শুক্রবার বিকাল ৪টায় তা আনুষ্ঠানিকভাবে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।
আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পথও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, প্রথম অংশের মতো দ্বিতীয় অংশের স্টেশনও ধাপে ধাপে খুলে দেওয়া হবে। এ অংশে সাতটি স্টেশন পড়েছে, যার মধ্যে আছে বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল স্টেশন।
এসব স্টেশনের কাজ গড়ে ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছেন।