“বৃহস্পতিবার কমিশন থেকে সিদ্ধান্ত আসলে রোববার সকাল ১০টা থেকে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা আছে,” বলেন জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান।
Published : 11 Dec 2024, 10:47 PM
‘ফি কমানোর আনুষ্ঠানিক ঘোষণা না আসায়’ ৪৭তম বিসিএসের আবেদন কার্যক্রম স্থগিত করেছিল সরকারি কর্ম কমিশন-পিএসসি।
তবে বুধবার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পর সেই ‘জটিলতা কেটেছে’ বলে মন্তব্য করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রজ্ঞাপন জারি হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণের জটিলতা কেটেছে। বিষয়টি নিয়ে কমিশন আলোচনা করে আবেদন গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
“বৃহস্পতিবার কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসলে আগামী রোববার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা আছে।”
সরকারি চাকরির ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।
বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার থেকে আবেদন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ‘অনিবার্য কারণ’ দেখিয়ে আগের দিন সোমবার আবেদন কার্যক্রম স্থগিত করা হয়।
‘আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায়’ আবেদন কার্যক্রম স্থগিতের কথা তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন পিএসসির এক কর্মকর্তা।
এর দুদিন পর বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে বিসিএসে আবেদনে আগের ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
‘অনগ্রসর জনগোষ্ঠীর’ জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে। সেইসঙ্গে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে ৩২ বছর এবং বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নির্ধারণ করা হয়েছে।
এদিকে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বরের মধ্যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের ‘অ্যাপেয়ার্ড প্রার্থী’ হিসেবে আবেদনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ৬ জানুয়ারি শেষ হবে। ফলে ওই শিক্ষার্থীদের পক্ষ থেকে সময় পেছানোর দাবি জানানো হয়েছে।
জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার শর্ত দিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও অনেকে তা পেছানোর দাবি করছেন। এ বিষয়টি নিয়েও কমিশন আলোচনা করে সিদ্ধান্ত নেবে।”
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছরের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। পরীক্ষা সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সী প্রার্থীরা ৪৭তম বিসিএসে আবেদন করতে পারবেন।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষা সময় হবে ২ ঘণ্টা। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর করে পাবেন প্রার্থীরা। আর ভুল উত্তরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা যাবে। এ বিসিএসের লিখিত পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হবে। মৌখিক পরীক্ষা হবে কমিশনের প্রধান কার্যালয়ে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আরও পড়ুন-