বইমেলায় আগুন নেভানোর কৌশল শেখাচ্ছে ফায়ার সার্ভিস

“আসলে খেলতে খেলতে ট্রেনিং নেওয়া হয়ে গেল,” বলেন একজন।

কাজী মোবারক হোসেনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 03:07 PM
Updated : 3 Feb 2023, 03:07 PM

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে অগ্নি নির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের পাশেই ভিআর প্রযুক্তিতে আগুন নেভানোর কৌশল শেখাচ্ছে ফায়ার সার্ভিস। 

আর তাদের বুক স্টলে মিলছে আগুন, ভূমিকম্প, ভূমিধসের মত বিষয়ে নানা বই। 

এবারের বইমেলায় প্রথম শিশু প্রহর শুরু হয় শুক্রবার সকাল ১১টায়। সেই প্রহরে শিশুদের সঙ্গে যাওয়া অনেকেই কৌতূহল নিয়ে এগোচ্ছিল ফায়ার সার্ভিসের বুক স্টলে।

পাশের ঘরে গিয়ে জানা গেল, আগুন বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে উৎসাহী ব্যক্তিদের। সেখানে আগুন নেভানোর কৌশল দেখে বের হচ্ছিলেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফায়ার সার্ভিসের ট্রেনিং নেওয়ার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম। বাস্তবে নিতে পারিনি, তবে ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) মাধ্যমেও এই ট্রেনিং নেওয়া যায়। বই কিনতে এসে এটা দেখে আমিও ট্রেনিং নিলাম। 

“আসলে খেলতে খেলতে ট্রেনিং নেওয়া হয়ে গেল। আমার কাছে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) ব্যবস্থাটা ভালো লেগেছে।" 

বইমেলায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের মধ্যে একটি সোহরায়ার্দীতে দায়িত্বে আছে, আরেকটি আছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। 

সোহরাওয়ার্দী উদ্যানের দায়িত্বপ্রাপ্ত সিদ্দিক বাজার ফায়ার স্টেশন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবাও আছে আমাদের।

ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) মাধ্যমে আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন শিশু-কিশোররা বই কেনার পাশাপাশি প্রশিক্ষণ নিচ্ছে। 

“এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বুক স্টল করেছি আমরা। যেখানে পাওয়া যাচ্ছে আগুন নেভানোর কৌশল, ভূমিকম্প হলে করণীয়, প্রাথমিক চিকিৎসা, ভূমিধস বিষয়ক বই।" 

মেলায় ফায়ার সার্ভিসের কার্যক্রম তুলে ধরতে গিয়ে শহিদুল বলেন, “আগুন নেভানোর জন্য পানিবাহী গাড়ি, টু হুইলার, দুটো পাম্প, ছয়টা পয়েন্টে ছয়জন ফায়ার ফাইটার কর্তব্যরত। এ ছাড়া বাংলা একাডেমি প্রান্তেও একইভাবে আরেকটি টিম কাজ করছে। সেখানে অ্যাম্বুলেন্স সেবা রয়েছে। ২৪ ঘণ্টা দুটি টিম কার্যকর থাকে।"