ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Published : 13 Mar 2023, 09:05 PM
ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়ার রোলিং মিল বস্তিতে লাগা আগুন সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে লাগা আগুন রাত ১০টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
এর আগে রাত সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে আছে, আমরা কাজ করছি। ঘটনাস্থলে বড় গাড়িগুলো ঢুকতে না পারলেও ছোট গাড়িগুলো ভেতরে ঢুকে কাজ করছে।"
তার আগে রাত সোয়া ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) পিযূষ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোলিং মিল বস্তিজুড়ে আগুন জ্বলছে। আগুন আশপাশের ভবনে ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।”
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শাহজাহাল শিকদার জানান, সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ওই বস্তিতে যায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ছয়টি ইউনিট।
ফেইসবুকে স্থানীয়রা যে ভিডিও শেয়ার করেন, তাতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে বস্তি। লোকজনের ভিড় সামলাতে পুলিশকে গলদঘর্ম হতে হচ্ছে। ভিড়ের মধ্য দিয়ে সরু গলিতে ঢুকতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের পানিবাহী বড় গাড়িগুলোকে।
স্থানীয়রা জানান, বস্তিতে বাঁশ ও টিনের তিনতলা পর্যন্ত ঘর রয়েছে। ঘরগুলো প্রায় গায়ে গা লাগানো। সরু গলির কারণে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ঢুকতে পারছে না। পানিরও সংকট দেখা দিয়েছে।