এর তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
Published : 22 Nov 2024, 09:03 PM
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় শনিবার একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে এর তেমন কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “লঘুচাপটি উত্তর ভারতের দিকে চলে যাবে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে।”
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে।
শনিবার লঘুচাপটি তৈরি হলে চলতি মাসে এ নিয়ে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হবে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপামত্রা সামান্য কমতে পারে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে।
মনোয়ার হোসেন বলেন, “উত্তরাঞ্চলে এরই মধ্যে তাপমাত্রা অনেকটা কমে এসেছে। ঢাকায় ২৪/২৫ তারিখের দিকে কমে আসবে। আর দক্ষিণ-পুর্বাঞ্চলের তাপমাত্রা কমতে আরও কিছুটা সময় লাগবে।”
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৪ দমশিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়। আর দেশের সর্বোচ্চ ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজার ও কক্সবাজারের কতুবদিয়ায়।