কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন এ পোশাক শ্রমিক।
Published : 15 Apr 2025, 04:20 PM
ঢাকার উত্তরায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় লিপি বেগম নামে এক মধ্যবয়সী নারী মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পলওয়েল মার্কেটের সামনে ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪৫ বছর বয়সী লিপি বেগম ‘নাইন স্টার অ্যাপারেল’ নামে একটি পোশাক তৈরির কারখানায় কর্মরত ছিলেন, সকালে পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
উত্তরা পূর্ব থানার এসআই মো. মিল্টন মিয়া বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। তাকে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন।”
নিহত লিপি বেগম ঝালকাঠীর কোতোয়ালি থানার ছাত্তার হাওলাদারের মেয়ে। তার স্বামীর নাম কামাল হোসেন। দক্ষিনখান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন লিপি।