“বিগত সময়ে কিছু কিছু স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে নিরুৎসাহ দেখিয়েছে; তাই এবার বিষয়টি তদারকির উদ্যোগ নিয়েছে শারীরিক শিক্ষা উইং,” বলেন ফজলে রাব্বী।
Published : 12 Dec 2024, 08:34 PM
দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আবশ্যক জানিয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ ব্যাপারে লিখিত নির্দেশনা পাঠিয়েছে অধিদপ্তরের শারীরিক শিক্ষা উইং।
এ উইংয়ের সহকারী পরিচালক এ এইচ এম ফজলে রাব্বী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিগত সময়ে কিছু কিছু স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে নিরুৎসাহ দেখিয়েছে। তাই এবার বিষয়টি তদারকির উদ্যোগ নিয়েছে শারীরিক শিক্ষা উইং। এজন্য লিখিত আদেশ জারি করে ৩১ জানুয়ারির মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি শরীরচর্চা একটি অন্যতম অনুষঙ্গ। সেজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা আবশ্যক।”
আরও পড়ুন-
স্কুলে ভর্তিতে লটারি ১৭ ডিসেম্বর
বিজয় দিবসে স্কুল-কলেজে ক্রীড়া প্রতিযোগিতা, বুদ্ধিজীবী দিবসে আলোচন