মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হতে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন সাবেক দুই সচিব।
Published : 15 Aug 2024, 11:24 PM
সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকারের আকার বাড়ানো হচ্ছে।
নতুন অন্তর্বর্তী সরকারে কারা আসতে যাচ্ছেন তাদের কয়েকজনের নাম সংবাদমাধ্যমে এসেছে। তাদের মধ্যে সাবেক আমলা আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির খান উপদেষ্টা হতে বৃহস্পতিবার আমন্ত্রণ পাওয়ার কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।
সাবেক সচিব ফাওজুল কবির খান বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে ফোন করা হয়েছে।”
তিন দিন আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করার ডাক পাওয়ার কথা বলেছেন তিনি।
নতুন উপদেষ্টা হিসেবে সংবাদমাধ্যমে নাম এসেছে অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদের।
তবে ১৯৯৬ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কিছু জানি না। আমি কিছু বলতে পারছি না।”
সাবেক একজন সেনা কর্মকর্তার নামও সংবাদমাধ্যমে এসেছে, যে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে বলে বৃহস্পতিবার রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারের নির্দেশনা পাওয়ার পর নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে যোগাযোগ করে জানা গেছে, শুক্রবারের শপথ অনুষ্ঠানের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
প্রবল গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়।
আকার বাড়ছে অন্তর্বর্তী সরকারের