এর আগে ৯ অক্টোবর ছয় সংস্কার কমিশনের প্রধানদের একই সুবিধা ঘোষণা করা হয়েছিল।
Published : 27 Nov 2024, 05:03 PM
রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার নতুন করে আরও যে পাঁচ কমিশন গঠন করেছে, সেই কমিশনগুলোর প্রধানরাও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা পাবেন।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৮ নভেম্বর গঠন করা নারী বিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্থার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধানরা আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা সরকারি চাকরিতে নিয়োজিত নয়, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা এবং সরকারি চাকরিতে নিয়োজিতরা প্রতি সভার জন্য ৫ হাজার টাকা সম্মানী পাবেন।
তবে কমিশন প্রধান বা কোনো সদস্য দায়িত্ব পালনের জন্য বেতন বা অন্য কোন সুযোগ-সুবিধা না নিতে চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের প্রধানদের আপিল বিভাগের বিচারপতির সমান সুযোগ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।
গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। দুই দিন বাদে ৬ অক্টোবর গঠন করা হয় সংবিধান সংস্কার কমিশন।
কমিশন গঠনের দিন থেকে ৯০ দিনের মধ্যে তাদেরকে সরকারপ্রধানের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এরপর ১৮ নভেম্বর গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারির করা হয়। এসব কমিশনকেও ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।