ঢাকার মোট পাঁচটি হাসপাতালে এ সেবা দেওয়া হচ্ছে।
Published : 18 Feb 2025, 04:12 PM
জুলাই অভ্যুত্থানে আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে, সেখানেই তাদের ভোটার করার পর স্মার্ট জাতীয় পরিচয়পত্রও দিচ্ছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে আহতদের হাতে এই পরিচয়পত্র তুলে দেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
এদিন ৫০ জনকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এদের তথ্য আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আমাদের যেহেতু কমিটমেন্ট ছিল যে, ওরা এ পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এবং এই ছোট্ট একটা কাজ যেন আমরা করে দেই।”
এর আগে গত ১২ ফেব্রুয়ারি ঢাকার পঙ্গু হাসপাতালে ২০ জনের হাতে পরিচয়পত্র তুলে দেয় নির্বাচন কমিশন।
ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু হয় গত ২০ জানুয়ারি, যা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সময়ে রাজধানীর আগারগাঁওয়ের চক্ষু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, ঢাকা মেডিকেল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে অভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহ করে ইসি। নতুন ভোটার তালিকাভুক্তির পাশাপাশি অনেকের সংশোধনের কাজও সারা হয় হাসপাতালেই।