অমৃতা ইশরাত-এর বোধি

আরও আলো নিয়ে চোখ ক্রমশ দেখেছে আঁধার

অমৃতা ইশরাতঅমৃতা ইশরাত
Published : 26 April 2023, 05:31 PM
Updated : 26 April 2023, 05:31 PM

আরও একবার বেজে ওঠে তোমার সেতার

যখন আমি কাঁদি

সমাধিফলকে আঁকা নীলপদ্ম দিয়ে তুমি সাজাও পুষ্পরথ

বিহ্বল বাতাসের ওপার থেকে আমি শুনি হেমন্ত-বিলাপ

তোমার প্রিয় রাগ চারুকেশী, শুচিস্মিতা

আমার বোধের রঙ নীল!

তবু মনে হয় কোথাও স্থিরতা রয়ে গেছে

ভূমধ্যসাগরে–কীর্ত্তনখোলার জলে

ফিনিশীয় আকাশের ক্লান্ত চাঁদে

বেগুনি বর্ণের মানুষের চোখে–মৃতবৎসার শোকে

'আছে' অথচ 'নেই' এইসব অনুভবে

অস্তচাঁদে কড়া নেড়ে যায় মরুরাত্রি

শামাশের সূর্যকে জাগিয়ে রাখে বারাণসীর ঘাট

বৈশালী-অবন্তী-কোশাম্বীর ছায়ায় নিভৃতি খোঁজে বুদ্ধের প্রাণ

অমীমাংসিত রয়ে যায় সকল ধর্মগ্রন্থ, ঈশ্বরচিন্তা

সুত্ত–সমথের মিল

তোমার প্রিয় রাগ চারুকেশী, শুচিস্মিতা  আমার বোধের রঙ নীল!

আরও আলো নিয়ে চোখ ক্রমশ দেখেছে আঁধার

একদিন দেখেছিল লুধিয়ানা, সিন্ধুর ভরা বুকে বিতস্তার জল

শ্রমণ, তোমাকে জেনেছে সে–বয়ে চলেছে এই মানবজন্মের ভার

একদিন বুঝেছিল বৃক্ষের ভাষা

চেতনার ব্যথা সয়ে সয়ে ফল দিয়ে মরেছে যে গাছ।

জেনেছে সম্যক বুদ্ধ, দুঃখ সমুদয়

জেনেছে গভীর জীবনানন্দ–যে সত্য তবু পেয়েছিল এক তিল

তোমার প্রিয় রাগ চারুকেশী, শুচিস্মিতা  আমার বোধের রঙ নীল!