Published : 05 Aug 2024, 08:02 PM
মা করে আহাজারি, বাবা কাঁদে নীরবে
বোনটি চোখ মুছে হাঁটে শুধু সজোরে;
লাল রঙা রাস্তায় জনগন সরবে
চিৎকার করে বলে-গুলিগুলো কে ছোড়ে?
ছাত্রের অধিকার কেড়ে নেয় নেতারা,
বাধা দিলে লাশে লাশে ভরে যায় মর্গ
ইতিহাস কেনো ভোলে নির্বোধ সরকার?
কেনো তারা ভাবে এটা বোকাদের স্বর্গ?