চলতি বছর থেকেই এই সাহিত্য পুরস্কার চালু হয়েছে।
Published : 01 Jan 2025, 06:06 PM
প্রয়াত সাহিত্যিক শান্তনু কায়সারের নামে চালু হওয়া ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন তিন লেখক।
তারা হলেন- হাসিন এহ্সাস লগ্ন (‘সঙস্ অব দ্য মিউজেস’ কবিতা), সালমান সাদিকে (‘একুরিয়াম’ গল্প) ও জাকারিয়া প্রীণন (‘কবির সোনালি অন্ধকার’ প্রবন্ধ)।
চলতি বছর থেকেই এই পুরস্কার চালু হয়েছে।
প্রতিবছর সাহিত্যের পাঁচটি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্য থেকে সেরা তিনটি পাণ্ডুলিপি (পাঁচটির মধ্যে যেকোনো ক্ষেত্রের তিনটি সেরা পাণ্ডুলিপি) পুরস্কারের জন্য চূড়ান্ত করা হবে। পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
এবারের পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী ১১ এপ্রিল শান্তনু কায়সারের অষ্টম প্রয়াণবার্ষিকীতে।
সেইসঙ্গে বিজয়ী পাণ্ডুলিপি তিনটি একুশে বইমেলায় ঐতিহ্য প্রকাশনী থেকে বই আকারে প্রকাশ করা হবে।
পুরস্কারের জন্য লেখা/পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছিল গতবছরের ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। সেগুলো যাচাই-বাছাই করে তিনটিকে চূড়ান্ত করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র ‘সাজনমেঘ’ কর্তৃপক্ষ।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সর্বোচ্চ ত্রিশ বছর অথবা এর নিচে যেকোনো বয়সী জন্মসূত্রে বাংলাদেশি কবি-লেখক এই পুরস্কারের জন্য মনোনীত হবেন।
সাহিত্যিক শান্তনু কায়সারের জন্ম চাঁদপুরে, ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৫টি।
সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও প্রত্যাশা (সাহিত্য) পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কার ও অদ্বৈত সম্মাননা পেয়েছেন তিনি।
তার কবিতার বইয়ের মধ্যে রয়েছে ‘রাখালের আত্মচরিত’ ও ‘শুভ সুবর্ণ জয়ন্তী’। ‘ফুল বাসে, পাখি ডাকে’ ও ‘অর্ধ শতাব্দী’ তার লেখা ছোটগল্পের সঙ্কলন। তার লেখা উপন্যাস ‘শকুন’ এবং নাটক ‘তুমি, ‘নাট্যত্রয়ী’ আলোচিত। তার প্রবন্ধ ও অনুবাদ নিয়েও বই প্রকাশিত হয়েছে।
২০১৭ সালের ১১ এপ্রিল তিনি প্রয়াত হন।