Published : 16 Dec 2020, 10:18 AM
স্বাধীন তুমি স্বাধীন আমি পরাধীন কে হে বল্,
পরাধীন কে হে বল্,
পরাধীন কে হে বল্,
অন্যকে যে করেছে অধীন ধরতে তাকেই চল্,
ধরতে তাকেই চল্,
ধরতে তাকেই চল্।
জননী-ধরণী স্বয়ংজন্ম, স্বয়ং জন্ম-স্বাধীন
স্বয়ং জন্ম-স্বাধীন
স্বয়ং জন্ম-স্বাধীন,
ধরণীকে যে অধীন করেছে, কে সে অজেয় বীর
কে সে অজেয় বীর
কে সে অজেয় বীর?
বাঘ বলো বা ভল্লুক বলো, বলো বা নর-উল্লুক
বলো বা নর-উল্লুক
বলো বা নর-উল্লুক,
সীমিত জীবনে সীমিত প্রাণী হে, দাম্ভিক উজ্বুক
দাম্ভিক উজ্বুক
দাম্ভিক উজ্বুক।
সিংহের অধীন নয় হে ব্যাঘ্র, ব্যাঘ্রের নয় মেষ
ব্যাঘ্রের নয় মেষ
ব্যাঘ্রের নয় মেষ,
শিকারী নিকারী সকল প্রাণীরও আছে ক্ষমতার শেষ
আছে ক্ষমতার শেষ
আছে ক্ষমতার শেষ।
ক্ষুধার্ত সব প্রাণীরা আহারী, ক্ষুধা পেলে খায় রক্ত
ক্ষুধা পেলে খায় রক্ত
ক্ষুধা পেল খায় রক্ত,
বড় আর ছোট কে কার আহার, বলা বড় খুব শক্ত
বলা বড় খুব শক্ত
বলা বড় খুব শক্ত।
নাই নাই ডর, নাই ডাইনোসর, আছে পিঁপড়ে ও তেলাপোকা,
পিঁপড়ে ও তেলাপোকা,
পিঁপড়ে ও তেলাপোকা;
হাতীর শরীরে হায়েনার দাঁত, ফন্দিফিকিরে ধোঁকা
ফন্দিফিকিরে ধোঁকা
ফন্দিফিকিরে ধোঁকা।
মানুষও তেমনি সুযোগ পেলেই মানুষকে করে দাস
মানুষকে করে দাস
মানুষকে করে দাস;
মানব তখন দানব-মুখোশ পরে থাকে বারো মাস
পরে থাকে বারো মাস
পরে থাকে বারো মাস।
জীবিতের প্রিয় প্রতিদ্বন্দ্বিতা, মৃতদের প্রিয় সন্ধি
মৃতদের প্রিয় সন্ধি
মৃতদের প্রিয় সন্ধি;
গোরে বা শ্মশানে থাকে একসাথে, জীবিতেরা শুধু বন্দি
জীবিতেরা শুধু বন্দি
জীবিতেরা শুধু বন্দি।
না শক-হুন মোগল-পাঠান ফরাসি বা ইংরেজ
ফরাসি বা ইংরেজ
ফরাসি বা ইংরেজ,
মৃত চেঙ্গিস পতিত সহিস, খসে গেছে লেজ-তেজ
খসে গেছে লেজ-তেজ
খসে গেছে লেজ-তেজ।
লাঠিহীন যদি, দাঁতনখহীন, যদি আণবিকহীন
যদি আণবিকহীন
যদি আণবিকহীন,
কোনো প্রাণী, নর, নয় কারো পর, নয় কেউ পরাধীন
নয় কেউ পরাধীন
নয় কেউ পরাধীন।
মানব যদি দানব না হয় প্রাণে প্রাণে যদি সাম্য
প্রাণে প্রাণে যদি সাম্য
প্রাণে প্রাণে যদি সাম্য,
আকার সাকার কে যে কবে কার, প্রাণী-স্বাধীনতা কাম্য
প্রাণী-স্বাধীনতা কাম্য
প্রাণী-স্বাধীনতা কাম্য।
প্রাণের সঙ্গে প্রাণ করো যোগ, প্রাণীতে প্রাণীতে সখ্য
স্বাধীনতা মানে বিবেকী প্রাণীর বিবেক-বাহিত ঐক্য।
সেই সাম্য ও স্বাধীনতা দেবে মানুষ বিবেকী প্রাণী;
অজ্ঞানী ভীরু, চির-পরাধীন; স্বজ্ঞানী বীর, জ্ঞানী।
আমার তোমার স্বাধীনতা শুধু মমতা তোমার আমার,
স্বাধীনতা শুধু মন-সমতার, নয় ক্ষমতা দাম্ভিকতার।
দাও স্বাধীনতা, নাও স্বাধীনতা মানুষ পরস্পর,
মমতাময়ী জননী ধরনী সব মানুষের ঘর,
সব মানুষের ঘর,
সব মানুষের ঘর।
১৫.১২.২০২০